চেলসিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

চেলসিকে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ

গত আসরের চ্যাম্পিয়ন চেলসিকে ২-০ গোলে হারিয়ে এফএ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে আন্দ্রে হেরেরা ও পল পগবার গোলে সহজ জয় পায় ওলেগানার শোলস্কেয়ারের দল। গত আসরের ফাইনালে চেলসির কাছে হেরেই শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল ইউনাইটেডের। প্রায় নয় মাস পর একই প্রতিপক্ষকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল ম্যানইউ। এদিন বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল চেলসিই। কিন্তু দারুণ সব আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ম্যানইউ। ৩১ মিনিটে পগবার ক্রস থেকে হেডে গোল করে ইউনাইটেডকে ১-০ গোলে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার হেরেরা। ম্যাচের প্রথমার্ধেই আবার গোল পায় ইউনাইটেড। ৪৫ মিনিটে রাশফোর্ডের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল করে ব্যবধান ২-০ করেন পল পগবা। এ মৌসুমে ম্যানইউর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ গোল হলো বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকার। দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণ করার চেষ্টা করে চেলসি। কিন্তু অ্যাডেন হ্যাজার্ড আর গঞ্জালো হিগুয়াইনদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায়। গোলমুখে ঢোকার আগেই চেলসির সব আক্রমণ মুখ থুবড়ে পড়ে। ম্যানইউর রক্ষণভাগ ও গোলরক্ষককে তাই বড় কোনো পরীক্ষাই দিতে হয়নি। কোয়ার্টার ফাইনালে উইলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মোকাবিলা করবে ম্যানইউ। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের।
গত ১৪ বছরে এমন বোলিং দুর্দশা দেখেনি বাংলাদেশ পূর্ববর্তী

গত ১৪ বছরে এমন বোলিং দুর্দশা দেখেনি বাংলাদেশ

জরুরি ভিত্তিতে ওয়ানডে দলে মুমিনুল পরবর্তী

জরুরি ভিত্তিতে ওয়ানডে দলে মুমিনুল

কমেন্ট