চোটে আক্রান্ত মুশফিক-মিঠুন!

চোটে আক্রান্ত মুশফিক-মিঠুন!

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। সিরিজে বাকি একটি ম্যাচ। আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই ম্যাচের আগে দলের জন্য দুঃসংবাদ, চোটে আক্রান্ত হয়েছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও মুশফিকুর রহিম। গতকাল শনিবার দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হন মিঠুন। এই চোট নিয়ে ব্যাট করেছেন ঠিক, কিন্তু পরে ব্যথা আরো বেড়েছে। আর মুশফিকের আগের চোট পাঁজরের ব্যথা আবার নতুন করে দেখা দিয়েছে। তাই এ দুই খেলোয়াড়ের পরের ম্যাচে খেলা অনেকটাই অনিশ্চিত। দলের ব্যর্থতায়ও সিরিজে টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন মিঠুন। প্রথম ম্যাচে ৬২ এবং দ্বিতীয় ম্যাচে ৫৭ রান করেন তিনি। তবে মুশফিক খুব একটা উজ্জ্বলতা দেখাতে পারেননি। তিনি প্রথম ম্যাচে ৫ এবং দ্বিতীয় ম্যাচে ২৪ রান করেন। এদিকে সিরিজে টানা দুই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আগামী বুধবার ডানেডিনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। পরে তিনটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুই দল। প্রথম টেস্ট হবে হ্যামিল্টনে ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ, দ্বিতীয় টেস্ট ৮ থেকে ১২ মার্চ ওয়েলিংটনে, তৃতীয় টেস্ট ক্রাইস্টচার্চে ১৬ থেকে ২০ মার্চ।
এমবাপে জেতালেন পিএসজিকে পূর্ববর্তী

এমবাপে জেতালেন পিএসজিকে

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফি-মাহমুদুউল্লাহ পরবর্তী

সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন মাশরাফি-মাহমুদুউল্লাহ

কমেন্ট