চোট খারাপের দিকে গেলে বিশ্রামে যাব : ধোনি

চোট খারাপের দিকে গেলে বিশ্রামে যাব : ধোনি

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মাত্র মাস খানেক আগে আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপকে সামনে রখে নিজের ইনজুরি নিয়ে বেশ সর্তক। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে কোমরে চোট পেয়েছিলেন তিনি। চোট নিয়ে পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছিলেন। তবে প্রয়োজনে ধোনি বিশ্রামেও যেতে পারেন বলে জানিয়েছেন। কারণ তিনি পুরোপুরি ফিট হয়েই বিশ্বকাপে যেতে চান। চেন্নাই সুপার কিংসের সফল অধিনায়ক ধোনি বলেন, 'ইনজুরি খুব বড় বেশি আকার ধারণ করেনি। তবে কিছুটা সমস্যা এখনও রয়ে গেছে। কিন্তু দ্রুতই সুস্থ হতে হবে। সামনেই বিশ্বকাপ। আমাকে সতর্ক থাকতে হবে। কারণ বিশ্বকাপই সবার আগে।' বিশ্বকাপের জন্য নিজেকে ফিট রাখতে প্রয়োজন বিশ্রামে থাকার পরিকল্পনা করছেন ধোনি। তিনি বলেন, 'আমার চোট যদি খারাপের দিকে যায়, তাহলে অবশ্যই বিশ্রাম নিব। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে সবাই একটু-আধটু চোট নিয়ে খেলেই থাকে। তবে বিশ্বকাপের জন্য অবশ্যই অনেক চিন্তা ভাবনা করতে হবে ফিটনেস নিয়ে।' চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন ধোনি। ১০ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৩১৪ রান। তার অসাধারণ নেতৃত্ব এবং পারফর্মেন্স দেখে ধন্য ধন্য করছে সবাই। নিন্দুকরা মুখে কুলু এঁটেছেন। এই ফর্ম বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়াবে বলে জানান ধোনি। তিনি বলেন, 'এটি টি-টোয়েন্টি ফরম্যাট। বিশ্বকাপ ওয়ানডে ফরম্যাটে হবে। দুটোর মাঝে বড় পার্থক্য আছে। তারপরও এখানকার ফর্ম বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী রাখবে আমাকে।'
সালাহ-মানেদের গোল উৎসবে শীর্ষে লিভারপুল পূর্ববর্তী

সালাহ-মানেদের গোল উৎসবে শীর্ষে লিভারপুল

‘এবারের বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি’ পরবর্তী

‘এবারের বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি’

কমেন্ট