চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ১৬ দল

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ১৬ দল

বুধবার রাতে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের গ্রুপপর্বের ম্যাচ। এদিন রাতেই নিশ্চিত হয়ে যায় নকআউটপর্ব। নকআউট নিশ্চিত করেছে ১৬টি দল। নকআউটের দলগুলো-বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), আরবি লিপজিগ, ভ্যালেন্সিয়া, আটলান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি, লিঁও, নাপলি, রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার। আগামী সোমবার হবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র। সেখানেই নির্ধারিত হবে কে কার বিরুদ্ধে খেলবে। রিয়াল, বরুসিয়া, চেলসি ও টটেনহ্যামের মতো দলগুলো রানারআপ হিসেবে গ্রুপপর্ব শেষ করেছে। তাদের ড্র হবে বার্সেলোনা, বায়ার্ন, জুভেন্টাস, ম্যানসিটি ও পিএসজির মতো দলের বিরুদ্ধে। শেষ ষোলোর প্রথম লেগের খেলা হবে ফেব্রুয়ারির ১৮, ১৯, ২৫ ও ২৬ তারিখে। দ্বিতীয় লেগ মার্চের ১০, ১১, ১৭ ও ১৮ তারিখ। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হিসেবে শেষ করেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, পিএসজি, আরবি লিপজিগ ও ভ্যালেন্সিয়া। গ্রুপপর্বে রানারআপ হয় আটলান্টা, অ্যাটলেটিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড, চেলসি, লিঁও, নাপলি, রিয়াল মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার।
মোস্তাফিজের প্রাণহীন বোলিংয়ে বিরক্ত বাশার পূর্ববর্তী

মোস্তাফিজের প্রাণহীন বোলিংয়ে বিরক্ত বাশার

১০ বছর পর পাকিস্তানের মাটিতে আবার টেস্ট ম্যাচ, ব্যাটিংয়ে লঙ্কানরা পরবর্তী

১০ বছর পর পাকিস্তানের মাটিতে আবার টেস্ট ম্যাচ, ব্যাটিংয়ে লঙ্কানরা

কমেন্ট