ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে ফেঁসে গেলেন দুই শিক্ষক

ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে ফেঁসে গেলেন দুই শিক্ষক

ফরিদপুরের সদরপুর উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাব দিয়ে ফেঁসে গেলেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষক। সদরপুর উপজেলার নয়া ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এই দুই শিক্ষককেই সাময়িক বরখাস্ত করেছে ওই স্কুলের পরিচালনা পর্ষদ। স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি মো. মারুফ হোসেন মৃধা জানান, উদ্ভুত পরিস্থিতিতে সোমবার বিদ্যালয় পরিচালনা পর্ষদ জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয়রা জানান, নয়া ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে গত ২৯ অক্টোবর প্রধান শিক্ষক কাজী কামরুল ইসলাম ডেকে নিয়ে প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষক কাজী জহুরুল হক কু-প্রস্তাব দেন। এতে সে অস্বীকৃতি জানালে বিকালের দিকে ওই দুই শিক্ষক ওই ছাত্রীর বাবা ও মায়ের অনুপস্থিতিতে বাসগৃহে প্রবেশ করেন। বিষয়টি তাৎক্ষনিক ওই ছাত্রী তার মা ও বাবাকে অবহিত করেন। ওই ছাত্রীর মা-বাবা জানান, বিষয়টি অবগত হওয়ার একদিন পর সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিকার চেয়ে আবেদন করা হয়। তারা দাবী করেন, ওই শিক্ষকদ্বয় পুর্বেও একাধিকবার মেয়েটিকে বিরক্ত করতো। কিন্তু ছাত্রীর বাবা স্কুলে সংশ্লিষ্ট থাকায় ভয়ে মুখ খুলতেন না। কিন্তু এবার ঘটনাটা চরম পর্যায়ে চলে যাওয়ার অভিযোগ করতে বাধ্য হয়েছেন। তারা এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন। ঘটনা তদন্তে সোমবার সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরবী গোলদার ওই স্কুলে যান। শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকের সাথেই কথা বলেন তিনি। এসময় স্কুলে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মারুফ হোসেন মৃধা শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, সভায় অভিযোগ ওঠায় দুই শিক্ষককেই সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ‘অভিযোগ পাওয়ার পর তদন্ত করে দেখা হচ্ছে, প্রাথমিক সত্যতা মেলায় তাদের সাময়িকভাবে বহিস্কার করা হযেছে।’ তিনি জানান, এ ঘটনা তদন্তে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতির সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে। অপরদিকে এ প্রসঙ্গে সদরপুর থানায় কোন অভিযোগ দেয়া হয়নি জানিয়ে সদরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, ‘অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে’।
রামপুরায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ আটক পূর্ববর্তী

রামপুরায় ৮ বছরের শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ আটক

ফেনসিডিলসহ দোকানী আটক পরবর্তী

ফেনসিডিলসহ দোকানী আটক

কমেন্ট