ছিনতাইয়ের পর মালিকের কাছেই ফের অটোরিকশা বিক্রির চেষ্টা, আটক ১

ছিনতাইয়ের পর মালিকের কাছেই ফের অটোরিকশা বিক্রির চেষ্টা, আটক ১

যাত্রীবেশে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের পর সেই অটোরিকশা আবারও মালিকদের কাছে বিক্রি করছে একটি চক্র। গত সোমবার (১০ ডিসেম্বর) এই চক্রের এক সদস্যকে আটক এবং ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছিনতাইকারীর নাম সরোয়ার ওরফে সবুজ (৩৩)। জানা যায়, গত রবিবার (৯ ডিসেম্বর) রাত ২টায় মালিবাগ রেলগেট থেকে যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশে কয়েকজন লোক সিএনজিটি ভাড়া করে। সিএনজি চালক তাদের নিয়ে খিলগাঁও থানার খিদমাহ হাসপাতালের সামনে পৌঁছলে অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা ড্রাইভারকে মারধর করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। এ সময় ড্রাইভারের ব্যবহৃত একটি মোবাইল ফোনও নিয়ে যায় ছিনতাইকারীরা। পরের দিন সকালে ড্রাইভারের ছিনতাই হওয়া মোবাইলে সিএনজি’র মালিককে ফোন করে প্রথমে পাঁচ লাখ টাকা বিক্রির জন্য দাম চাওয়া হয়। টাকা না দিলে অটোরিকশাটি ঢাকার বাইরে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে অল্প টাকায় বিক্রির প্রস্তাব দেয় ছিনতাইকারীরা। দর-কষাকষি শেষে ৫০ হাজার টাকা নগদ বিকাশে পাঠাতে বলে তারা। অটোরিকশার মালিক ছিনতাইকারীদের দেওয়া দুইটি বিকাশ নম্বরে ১৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা দেয়। কিন্তু ছিনতাইকারীরা বাদীর সিএনজি ফেরত না দিয়ে টালবাহানা করতে থাকে। এরপর গত সোমবার (১০ ডিসেম্বর) অটোরিকশার মালিক মো. সাহাদাত হোসেন থানায় তার মালিকাধীন (ঢাকা মেট্রো-থ- ১৩-০৯২৯) অটোরিকশাটি ছিনতাই হওয়ার অভিযোগ করেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করে। তার অভিযোগের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশ এই চক্রের সদস্য সরোয়ারকে সোমবারই খিলগাঁও থানার সিপাহীবাগ টেম্পুস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। তার কাছ থেকে চালকের মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ বিষয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সালিশ বৈঠকে প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ পূর্ববর্তী

সালিশ বৈঠকে প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

মানসিক রোগীকে চিকিৎসা করাতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ পরবর্তী

মানসিক রোগীকে চিকিৎসা করাতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

কমেন্ট