'জনগণকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রী বরাবর বিএনপির চিঠি'

'জনগণকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রী বরাবর বিএনপির চিঠি'

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক স্ট্যান্টবাজি করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি দিয়েছে বিএনপি। দলটি ভারতবিরোধী রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি, তা বোঝাতে চেয়েছে ওই চিঠিতে। তারা জনগণকে বিভ্রান্ত করতেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে অবান্তর প্রশ্ন তুলে চিঠি দিয়েছে। প্রধানমন্ত্রী দেশের স্বার্থবিরোধী কোনো কাজ করেননি। আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর দলের নেতাকর্মীরা এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর কোনো চিঠি পাঠিয়েছেন। কিন্তু সে চিঠিতে কোনো জায়গায় খালেদা জিয়ার মুক্তির বিষয় উল্লেখ নেই। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আসলে বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চান কি না? হাছান মাহমুদ বলেন, তারা যে চিঠি দিয়েছে, সেটা হলো সম্প্রতি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়েছিলেন, সেখানে যে চুক্তিগুলো হয়েছিল সে বিষয় নিয়ে। তাদের ভাষ্য, সে সফরে নতুন কোনো চুক্তি হয়নি। ভারতে যেগুলো হয়েছে, সেগুলো হলো এমওইউ। অথচ, বিএনপির মতো একটি দল চুক্তি ও এমওইউর পার্থক্য বুঝতে পারেনি, এটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, সত্যি বলতে, ওই সফরে কোনো চুক্তিই হয়নি। যা হয়েছে তা এমওইউ স্বাক্ষর (সমঝোতা স্মারক) এবং এসওপি। শুধুমাত্র লাইন অব ক্রেডিটের আওতায় ভারত সরকার বাংলাদেশকে যা দিয়েছে, সে চুক্তির আলোকে এক্সিম ব্যাংক ঢাকায় একটা অফিস করবে সেজন্য একটি চুক্তি হয়েছে। অন্য কোনো চুক্তি হয়নি। অথচ বিএনপি চিঠিতে লিখেছে চুক্তি। ড. হাছান বলেন, নিয়ম অনুযায়ী যেকোনো সফর শেষে ফিরে প্রধানমন্ত্রী তা রাষ্ট্রপতিকে অবহিত করবেন। বরাবরের মতো ভারত সফর শেষে প্রধানমন্ত্রী তা করেছেন। এমনকি তিনি সংবাদ সম্মেলন ও সংসদে ব্যাখ্যা দিয়ে ভারত সফরের বিস্তারিত দেশবাসীকে জানিয়েছেন। কিন্তু বিএনপি যে চিঠি দিয়েছে তাতে বলা হয়েছে এসব কাজ প্রধানমন্ত্রী করেননি। আসলে তারা যে চিঠি দিয়েছে তা একটি অন্তঃসারশূন্য চিঠি। এ সময় বিএনপি ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার ভারত সফরের বেশ কিছু চুক্তির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া সাত চুক্তি করে এসেও তৎকালীন রাষ্ট্রপতিকে অবহিত করেননি। সংসদে বলেননি, এমনকি গণমাধ্যমকেও জানাননি। তারা কীভাবে এনিয়ে প্রশ্ন তুলতে পারেন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।
সফর শেষে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী পূর্ববর্তী

সফর শেষে রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে হাইকোর্টের তলব পরবর্তী

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে হাইকোর্টের তলব

কমেন্ট