জলপ্রপাতের খাদে ১৭ তলা হোটেল গড়ে চমকে দিল চীন

জলপ্রপাতের খাদে ১৭ তলা হোটেল গড়ে চমকে দিল চীন

অব্যবহৃত এক বিশালাকার গর্তের মধ্যে হোটেল নির্মাণ করে চমকে দিয়েছে চীন। গত বৃহস্পতিবার ওই গভীর হোটেলটির উদ্বোধন করা হয়েছে। তার পর থেকেই সেখানে ভীড় লেগে আছে। জানা গেছে, তিনশ ৩৬ টি কক্ষ বিশিষ্ট হোটেলটি ৮৮ মিটার (২৯০ ফুট) গভীর এবং থিম পার্ক সমন্বিত এই হোটেল নির্মাণে খরচ হয়েছে দুইশ ৮৮ মিলিয়ন ডলার। চীনে সাহসী স্থাপত্য নকশাগুলোর ক্রমবর্ধমান সংখ্যাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে এই হোটেলটি। জলপ্রপাতের খাদের মধ্যে এই হোটেলের একটি দিক গাঁথা রয়েছে ওই খাদের দেওয়ালে, আর অপর দিকটি জলপ্রপাতের দিকে উন্মুক্ত। ১৭ তলা ওই হোটেল সাংহাই থেকে সড়কপথে প্রায় এক ঘণ্টার দূরত্বে। হোটেলটিতে থাকতে খরচ হবে তিন হাজার তিনশ ৯৪ ইউয়ান থেকে শুরু করে আরো বেশি। জলস্তরের নীচে এই হোটেলের একটি স্যুইট অবস্থিত। তবে খাদের গভীর সরাসরি দেখতে পাওয়ার আশা করবেন না। কারণ বড় জানলাগুলো বিশালাকার ফিশ ট্যাঙ্ক দিয়ে ঢাকা। 'কেন আমরা বলি যে কোয়ারি হোটেল প্রজেক্টের তুলনায় পৃথিবীতে আর কিছুই নেই?' বলেন শিমাও প্রপার্টি রিয়েল এস্টেটের মুখ্য ইঞ্জিনিয়ার চেন জিয়াওজিয়াং। তিনি আরো বলেন, এটি একটি এমন প্রকল্প যা পুরোপুরি নতুন, এমন একটি প্রকল্প, আমরা আগে কখনো যার সম্মুখীন হইনি। সকল সমস্যার সমাধান করার জন্য আমাদের কোনো রেফারেন্স কেস বা অভিজ্ঞতা নেই। কারো কাছ থেকে কিছুই শিখতে পারিনি। স্বাভাবিকভাবেই কাজ করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের। উদাহরণস্বরূপ, ২০১৩ সালে নির্মাণ শুরু হওয়ার আগে, ভারী বৃষ্টিপাতের ফলে নিকটবর্তী নদীটি খাদের ভেতরে ঢুকে পড়েছিল, যার ফলে খাদ অর্ধেক পর্যন্ত পানিতে ডুবে যায়। চেন বলেন, যদি নির্মাণের কাজ শেষ হয়ে যাওয়ার পরে এমন কিছু ঘটতো তাহলে বিধ্বংসী ব্যাপার হতো। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করার জন্য খাদের প্রান্তের চারিদিকে একটি বাঁধ নির্মাণ করেছেন নির্মাণকারীরা। পানির স্তর নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য একটি পাম্প হাউসও ব্যবহার করা হয়।
শীতে ত্বক-ফাটার ঘরোয়া ৫ প্রতিকার পূর্ববর্তী

শীতে ত্বক-ফাটার ঘরোয়া ৫ প্রতিকার

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি পরবর্তী

রাশিফলে জেনে নিন কেমন যাবে আজকের দিনটি

কমেন্ট