জলবায়ু সংকট মোকাবেলায় আজ মাদ্রিদে মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা

জলবায়ু সংকট মোকাবেলায় আজ মাদ্রিদে মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা

জলবায়ু সংকট নিয়ে আজ সোমবার (২ ডিসেম্বর) স্পেনের মাদ্রিদে মিলিত হচ্ছেন বিশ্ব নেতারা। বিশ্বের ২০০ দেশের প্রতিনিধিদের নিয়ে সেখানে শুরু হচ্ছে কনফারেন্স অব পার্টিসের (সিওপি) ২৫তম সম্মেলন। বৈশ্বিক উষ্ণায়নের সাথে লড়াই করে কাটানো এই বছরের সমস্যাগুলো নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের জাতিসংঘ প্রতিনিধিরা এই সম্মেলনে দরকষাকষিতে মুখোমুখি হবেন। আজ সোমবার (২ ডিসেম্বর) থেকে ডিসেম্বরের ১৩ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন। চিলির সভাপতিত্বে এবং স্পেনের সার্বিক সহযোগিতায় মাদ্রিদে আজ ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কপ-২৫ চলবে। অন্তত ২০০ রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে এই সম্মেলন কনফারেন্স অব পার্টিস-'কপ-২৫' নামেই পরিচিত হচ্ছে। এবারের সম্মেলনে সভাপতিত্ব করবেন চিলির পরিবেশমন্ত্রী ক্যারোলিনা স্মিদভ জালদিভার। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলনে (কপ-২৫) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার সকাল সোয়া ১০টায় বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি মাদ্রিদের স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে টোরেজন বিমানবন্দরে অবতরণ করে। বিশ্ব পর্যটন সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় মাদ্রিদের ভিলা ম্যাগনা হোটেলে। এই সফরে তিনি সেখানেই থাকবেন।
ভারী বর্ষণে তামিলনাড়ুতে দেয়ালধসে নিহত ১৫ পূর্ববর্তী

ভারী বর্ষণে তামিলনাড়ুতে দেয়ালধসে নিহত ১৫

অভিশংসন শুনানিতে যাবেন না ট্রাম্প পরবর্তী

অভিশংসন শুনানিতে যাবেন না ট্রাম্প

কমেন্ট