জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

জাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও

দীর্ঘ ৯ মাস সিন্ডিকেট সভা না হওয়ায় নতুন শিক্ষক নিয়োগ বন্ধের দাবি এবং অবিলম্বে সিন্ডিকেট সভার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রেখেছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একাংশ। আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে এ ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি চলবে বিকেল ৩টা পর্যন্ত। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ব্যানারে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রাখেন তাঁরা। এদিকে, কার্যালয় ঘেরাও থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম নিজ কার্যালয়ে আসেননি। এমনকি কর্মকর্তা ও কর্মচারীরাও নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। এ সময় উপাচার্যবিরোধী সংগঠনটির সম্পাদক ও মুখপাত্র সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছেন ক্যাম্পাসে। অবিলম্বে উপাচার্য আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করলে বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।’ প্রায় কয়েক মাস ধরে নানা দাবিতে বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ।
ঢাবির নতুন প্রোভিসি ড. মুহাম্মদ সামাদ পূর্ববর্তী

ঢাবির নতুন প্রোভিসি ড. মুহাম্মদ সামাদ

নৌবন্দরসমূহে এক নম্বর সতর্কতা সংকেত পরবর্তী

নৌবন্দরসমূহে এক নম্বর সতর্কতা সংকেত

কমেন্ট