জাবি শিক্ষকদের ধর্মঘটের দ্বিতীয় দিন

জাবি শিক্ষকদের ধর্মঘটের দ্বিতীয় দিন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনের ডাকে দ্বিতীয় দিনের ধর্মঘট পালিত; ক্লাস পরীক্ষা বন্ধ। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষকদের সংগঠন 'বঙ্গবন্ধুর আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ' এর ডাকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালিত হয়েছে। আজ বুধবার সকাল থেকে, বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার ও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচী পালন করে আন্দোলনকারী শিক্ষকেরা। পাশাপাশি ক্লাস ও পরীক্ষা নেয়া থেকেও বিরত থাকেন তারা। ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও কর্মকর্তারা নিজ কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। দ্বিতীয় দিনের এই অবরোধ ও ধর্মঘট কর্মসূচি চলে দুপুর ১টা পর্যন্ত। এদিকে গতকাল উপাচার্যকে নিজ কার্যালয়ে প্রবেশ করতে না দেয়ায় মানববন্ধন করেছে উপাচার্যপন্থী শিক্ষকরা। এদিকে মঙ্গলবার ধর্মঘটের সময় শিক্ষকদের দুই পক্ষের হাতাহাতির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও তা প্রত্যাখান করা হয়। গঠনতন্ত্র ভঙ্গ করে সিন্ডিকেট সভার অনুমোদন ছাড়া ৯ প্রভোস্টকে অব্যাহতি দেয়া হয়েছে এমন অভিযোগ এনে মঙ্গলবার থেকে ধর্মঘট পালিত হচ্ছে।
মধ্যরাতে ঢাবি ছাত্রীদের হল ত্যাগে বাধ্য করল প্রশাসন পূর্ববর্তী

মধ্যরাতে ঢাবি ছাত্রীদের হল ত্যাগে বাধ্য করল প্রশাসন

আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পরবর্তী

আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

কমেন্ট