জিডিপি বেড়েছে ৭.৮৬ শতাংশ, একনেকে প্রকাশ

জিডিপি বেড়েছে ৭.৮৬ শতাংশ, একনেকে প্রকাশ

গত অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ৮৬ শতাংশ, যা প্রাথমিক হিসেবে ছিল ৭ দশমিক ৬৫ শতাংশ। জিডিপির এ চূড়ান্ত হিসাবটি মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠকটি চলছে। বৈঠকে জানানো হয়, জিডিপির এ প্রবৃদ্ধি অর্জন গত অর্থবছরের বাজেটে নেয়া লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশের চেয়েও বেশি। সেই সঙ্গে বেড়েছে মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে এসব চিত্র উঠে এসেছে।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ জানা যাবে আজ পূর্ববর্তী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের তারিখ জানা যাবে আজ

সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে: বার্নিকাট পরবর্তী

সব দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে: বার্নিকাট

কমেন্ট