জিপিএ ৫ না পাওয়ায় আত্মহত্যা!

জিপিএ ৫ না পাওয়ায় আত্মহত্যা!

এসএসসি পরীক্ষায় এ গ্রেড পায় মাহজাবিন সুলতানা মিথিলা। তার প্রত্যাশা ছিল জিপিএ ৫। কিন্তু কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে সে! মিথিলার পরিবার বিষয়টি জানায়। গতকাল দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় মিথিলাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। গতকাল সোমবার দিবাগত রাতে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মিথিলার বাবা মোস্তফা কামাল জানান, তাঁর মেয়ে স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় মিথিলা ‘এ’ গ্রেড পেয়েছে। তার ধারণা ছিল, সে এ প্লাস পাবে। তার চেয়ে কম মেধাবী অনেকে ছাত্রীই এ প্লাস পেয়েছে বলে মিথিলার মন খুবই খারাপ ছিল। বারবার সে একই কথা বলছিল। পরে রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে ফ্যানের সঙ্গে ফাঁস নেয় মিথিলা। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের উদ্দেশ্যে মিথিলার মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৯ গুদাম পূর্ববর্তী

টঙ্গীতে আগুনে পুড়ে ছাই ২৯ গুদাম

রামপুরায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা পরবর্তী

রামপুরায় পুলিশ সোর্সকে কুপিয়ে হত্যা

কমেন্ট