জিম্বাবুয়েতে স্বর্ণখনি থেকে ২৪ শ্রমিকের লাশ উদ্ধার

জিম্বাবুয়েতে স্বর্ণখনি থেকে ২৪ শ্রমিকের লাশ উদ্ধার

জিম্বাবুয়েতে বন্যার কারনে স্বর্ণখনিতে পানি ঢুকে খনির ভিতরে প্লাবিত হওয়ার ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত ২৪ শ্রমিকের লাশ ও আটজনকে জীবিত উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলা হয়েছে। এএফপি’র খবরে বলা হয়েছে, এ ছাড়াও আরো বেশ কয়েকজন অবৈধ খনি শ্রমিক আটকা পড়ে আছে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। এ বিষয়ে জিম্বাবুয়ে ব্রডাকাস্টিং কর্পোরেশন জানায়, ‘ব্যাটেলফিল্ড মাইনে আটকে পড়া শ্রমিকদের মধ্যে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ২৪টি লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।’ কর্পোরেশন আরো জানায়, উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। জানা গেছে, জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ১৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কাদোমা শহরের কাছে অব্যবহৃত ওই খনি দুটি অবস্থিত।
ফের কাশ্মীরে হামলা; মেজরসহ ৫ সেনা নিহত পূর্ববর্তী

ফের কাশ্মীরে হামলা; মেজরসহ ৫ সেনা নিহত

ভারতের পর ইরানও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলো পরবর্তী

ভারতের পর ইরানও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলো

কমেন্ট