জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে এলো কাঙ্ক্ষিত জয়

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে এলো কাঙ্ক্ষিত জয়

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে তাদের প্রথম ইনিংসে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে মুশফিকুর রহিমের ডাবল ও মুমিনুল হকের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান তুলে ইনিংস ছেড়ে দেয়। ২৯৫ রানে পিছিয়ে থেকে গতকাল শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। নাঈম হাসানের বোলিং তোপে ৯ রান তুলতেই হারিয়ে বসে ২ উইকেট। সেখান থেকে আজ মঙ্গলবার আবার ব্যাট করতে নামে শেভরনরা। প্রথম সেশনে তারা ৩ উইকেট হারায়। আর দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগেই বাকি ৫টি উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হার মানে। বল হাতে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন নাঈম হাসান। দুই ইনিংসে তিনি নিয়েছেন ৯ উইকেট। তাইজুল নিয়েছেন ৪টি। আগের ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট। সংক্ষিপ্ত স্কোর : জিম্বাবুয়ে : ২৬৫/১০ ও ১৮৯/১০ (৫৭.৩ ওভারে) বাংলাদেশ : ৫৬০/৬ ডিক্লে.। ফল : বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানে জয়ী।
বায়ার্নের কাছে ঘরের মাঠে উড়ে গেল চেলসি পূর্ববর্তী

বায়ার্নের কাছে ঘরের মাঠে উড়ে গেল চেলসি

বিশ্বকাপ মিশনে ভারত বধের চেষ্টা ব্যর্থ পরবর্তী

বিশ্বকাপ মিশনে ভারত বধের চেষ্টা ব্যর্থ

কমেন্ট