'জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন'

'জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন'

সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, জিয়াউর রহমান প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সঙ্গে আঁতাত করে মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছেন জিয়াউর রহমান। এজন্য বিভিন্ন সময় দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছিল তাকে। এখন তার প্রতিষ্ঠিত দলের ভূমিকাও একই। আজ বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘বঙ্গবন্ধু, স্বাধীনতা ও অগ্নিঝরা মার্চ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবেক এই খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি ৭ মার্চ মানে না। মুজিবনগর দিবস পালন করে না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান। আজীবন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিই ক্ষমতায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
'ডাকসু নির্বাচন সুষ্ঠু না হলে অন্যরা জয়ী হতে পারতো না' পূর্ববর্তী

'ডাকসু নির্বাচন সুষ্ঠু না হলে অন্যরা জয়ী হতে পারতো না'

ভিপি পদে নুর, জিএস পদে রাব্বানী জয়ী পরবর্তী

ভিপি পদে নুর, জিএস পদে রাব্বানী জয়ী

কমেন্ট