জ্বলে উঠলেন সাব্বির, সিলেটের রানের পাহাড়

জ্বলে উঠলেন সাব্বির, সিলেটের রানের পাহাড়

চলমান বিপিএলে আগের ছয় ম্যাচের একটিতেও সাফল্য পাননি সাব্বির রহমান। এর আগে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ২০ রান। দেরিতে হলেও জ্বলে উঠেছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা এই তারকা। তাঁর অসাধারণ একটি ইনিংসের ওপর ভর করে রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট গড়েছে রানের পাহাড়। প্রথমে ব্যাট করতে নেমে করে ১৯৪ রান। আজ শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিলেটের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৩ রানের মাথায় সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। এর পরই ব্যাট হাতে রুখে দাঁড়ান তরুণ এই হার্ডহিটার ব্যাটসম্যান। নিকোলাস পুরানকে সঙ্গে নিয়ে শুধু দলের ঝুলিটাকেই সমৃদ্ধ করেননি, অনেকদিন পর খেললেন দরুণ একটি ইনিংস। শফিউল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরার আগে সাব্বির খেলেন ৮৫ রানের চমৎকার একটি ইনিংস। ৫১ বল খরচায় পাঁচটি চার ও ছয়টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। আর ২৭ বলে ৪৭ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। রংপুর অধিনায়ক মাশরাফি চার ওভার বল করে ৩১ রান দিয়ে দুই উইকেট নিয়েও পারেননি প্রতিপক্ষের বড় সংগ্রহের পথে বাধা হতে। আসরে রংপুর ও সিলেট দুই দলই খুব একটা সুবিধা জনক অবস্থানে নেই। চার পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে তারা। তবে আগের ম্যাচে রংপুরকে ২৭ রানে হারিয়ে নিজেদের মাঠে সিলেট বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।
ওয়ানডেতে ভিন্ন পাকিস্তান পূর্ববর্তী

ওয়ানডেতে ভিন্ন পাকিস্তান

মাঠের বাইরে কোহলি নাকি ভদ্রলোক! পরবর্তী

মাঠের বাইরে কোহলি নাকি ভদ্রলোক!

কমেন্ট