জয়সার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত

জয়সার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে আইসিসি ২০১৮ সালে প্রাথমিকভাবে নিষিদ্ধ করেছিল শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও বোলিং কোচ নুয়ান জয়সাকে। এবার তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রমাণিত হয়েছে বলে ঘোষণা আইসিসি। আজ বৃহস্পতিবার আইসিসি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জয়েসা দুর্নীতি দমন বিধির তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন। ফলে তাঁর শাস্তি বহাল থাকছে। ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা যায়, জয়সার বিরুদ্ধে দুর্নীতি দমন বিধির ২.১.১, ২.১.৪ ও ২.৪.৪ ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ধারাগুলোতে আন্তর্জাতিক ম্যাচে সরাসরি ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকা বা ফিক্সিংয়ের চেষ্টা করা, ক্রিকেটার বা দলের সঙ্গে জড়িত কাউকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া, দুর্নীতির প্রস্তাব পেয়েও তা আইসিসির কাছে গোপন করার কথা উল্লেখ করা হয়েছে। শ্রীলঙ্কা জাতীয় দলের সাবেক পেসার নুয়ান জয়সা দেশটির ‘এ’ দলের বোলিং কোচ ছিলেন। লঙ্কান ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফর করেছেন তিনি। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন জয়সা। ৩০টি টেস্ট ও ৯৫টি ওয়ানডে খেলেছেন সাবেক এই লঙ্কান পেসার।
চার দলের ক্রিকেটারদের সবাই করোনামুক্ত পূর্ববর্তী

চার দলের ক্রিকেটারদের সবাই করোনামুক্ত

ওয়ার্নারের মেয়ের প্রিয় ক্রিকেটার ভারতীয় তারকা পরবর্তী

ওয়ার্নারের মেয়ের প্রিয় ক্রিকেটার ভারতীয় তারকা

কমেন্ট