জয়ের দেখা পেয়েছে পিএসজি, নেইমারের লাল কার্ড

জয়ের দেখা পেয়েছে পিএসজি, নেইমারের লাল কার্ড

এক ম্যাচেই সাত গোল দিল দুই দল মিলে। এরপর নেইমার দুই হলুদ কার্ডের কারণে পেলেন লাল কার্ড। তার পরেও জয় পেল পিএসজি। লিগ ওয়ানে রবিবার রাতে ঘরের মাঠে বোর্দোকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে টমাস টুখেলের দল। এর আগে দুই ম্যাচ জিততে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। তবে এবার শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতেছে পিএসজি। খেলার একেবারে শেষ প্রান্তে যোগ করা সময়ে নেইমার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে তাকে লাল কার্ড দেওয়া হয়। ম্যাচ শুরুর ১৮তম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি। হেডে গোলটি করেন দক্ষিণ কোরিয়ার ফরোয়ার্ড উই-জো। সে গোলটি শোধ হয় ৭ মিনিট পর। আনহেল দি মারিয়ার ক্রসে হেডে সমতা টানেন কাভানি। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল দিয়ে ফের এগিয়ে যায় পিএসজি। দি মারিয়ার ক্রসে কাছ থেকে কাঁধ দিয়ে গোল করেন মার্কিনিয়োস। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফের গোল। এবার সফরকারীদের সমতায় ফেরান পাবলো। ৬৩তম মিনিটে মার্কিনিয়োসের দ্বিতীয় গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। কাভানির হেড গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর ফিরতি বল জালে জড়ান ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সে ঘটনার ৬ মিনিট পর কাভানির পাস পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ৪-২ করেন এমবাপে। ৮৩তম মিনিটে রুবেন পার্দো ব্যবধান কমালে আগের রাউন্ডের মত হোঁচট খাওয়ার শঙ্কা জাগে পিএসজির। খানিক পর মাউরো ইকার্দি জালে বল পাঠালে জয় অনেকটা নিশ্চিত হয়ে যাওয়ার হাসি ফোটে দলটির মুখে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। আর গোল হয়নি। যোগ করা সময়ে নেইমার দ্বিতীয় হলুদ কার্ড দেখলে পিএসজির দর্শকরা শঙ্কিত হয়ে পড়েন। তবে আর কোনো বিপদ হয়নি এতে।
রোনালদোদের লিগে করোনাভাইরাসের হানা পূর্ববর্তী

রোনালদোদের লিগে করোনাভাইরাসের হানা

মুমিনুলের সেঞ্চুরি মুশফিকের হাফ সেঞ্চুরিতে ৩০০ রান পেরিয়ে বাংলাদেশ পরবর্তী

মুমিনুলের সেঞ্চুরি মুশফিকের হাফ সেঞ্চুরিতে ৩০০ রান পেরিয়ে বাংলাদেশ

কমেন্ট