জয় দিয়ে প্রাক-মৌসুম শেষ লিভারপুলের

জয় দিয়ে প্রাক-মৌসুম শেষ লিভারপুলের

জয় দিয়েই প্রাক-মৌসুম শেষ করল লিভারপুল। প্রীতি ম্যাচে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব তোরিনোকে ৩-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। অ্যানফিল্ডে মঙ্গলবার এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে অভিষেক হয় গ্রীষ্মের দলবদলে লিভারপুলে আসা গোলরক্ষক অ্যালিসন, তার ব্রাজিল সতীর্থ মিডফিল্ডার ফ্যাবিনহো, সুইস উইঙ্গার জারদান শাকিরি ও গিনির মিডফিল্ডার নাবি কেইটার। এই চারজনকে কিনতে লিভারপুলের খরচ হয়েছে মোট ১৭০ মিলিয়ন পাউন্ড। এদিন ম্যাচের ২৪ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ২১ মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে প্রথম গোলটা করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জিওরজিনিও উইজনালডাম। এই গোলে অবদান ছিল ফিরমিনোর। এর আগে ১৭ মিনিটে প্রতিপক্ষের বক্সে সাদিও মানে ফাউলের শিকার হলে পেনাল্টি পেয়েছিল লিভারপুল। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফ্যাবিনহো। ৩১ মিনিটে তোরিনোর হয়ে একটি গোল শোধ করেন আন্দ্রেয়া বেলোত্তি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে লিভারপুলের তিন নম্বর গোলটা করেন বদলি হিসেবে নামা ড্যানিয়েল স্টারিজ। ৭৩ মিনিটে গোলরক্ষক ক্যারিয়াসের বদলি হিসেবে নেমেছিলেন অ্যালিসন।
ম্যানসিটিতে ট্রান্সফারের সম্ভাবনা দেখছেন না গার্দিওলা পূর্ববর্তী

ম্যানসিটিতে ট্রান্সফারের সম্ভাবনা দেখছেন না গার্দিওলা

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন! পরবর্তী

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন!

কমেন্ট