ঝিনাইদহে বাড়িতে র‍্যাবের অভিযান, যুবক আটক

ঝিনাইদহে বাড়িতে র‍্যাবের অভিযান, যুবক আটক

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের পোতাহাটী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সেখান থেকে তারেক হোসেন ওরফে রুবেল নামের এক যুবককে আটক করা হয়েছে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, তা জানায়নি র‍্যাব। আজ সোমবার ভোর ৬টার দিকে অভিযান শুরু করে র‍্যাব। সকাল ৯টার দিকে শেষ হয়। অভিযানের ব্যাপারে পরে সংবাদ সম্মেলনে জানাবে র‍্যাব। এ বিষয়ে ঘটনাস্থল থেকে র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) রেজাউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গ্রামের আফজাল হোসেন মাস্টারের বাড়িতে ভোর থেকে অভিযান চালানো হয়। এ সময় আটক করা হয় ওই যুবককে। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর ৬টা থেকে র‍্যাব বাড়িটি ঘিরে রাখে। সকাল ৭টার দিকে অভিযান শুরু করে তারা। সেখান থেকে আটক করা হয় এক যুবককে। এরপর বাড়ির ভেতরে তল্লাশি চালায় র‍্যাব। সকাল ৯টার এ অভিযান শেষ করে ক্যাম্পে ফিরে যায় তারা। এলাকাবাসী জানায়, আটক তারেক হোসেন ওরফে রুবেলের বাড়ি চাঁদপুর জেলার সাহারাজপুর থানার ইছাপুর গ্রামে। তার বাবার নাম সিদ্দিকুর রহমান।সে দুদিন আগে ভগ্নিপতি আফজাল হোসেন মাস্টার ও বোন রোজিনা বেগমের বাড়িতে যায়। ঘটনার সময় উপস্থিত এক ব্যক্তি বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও পাঁচটি গুলিসহ দুটি বই ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পোতাহাটী গ্রাম থেকে রুবেল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে মর্মে জানতে পেরেছেন তারা। জঙ্গি আটক করার খবর সঠিক নয় বলে জানান ওসি।
বন্দুকযুদ্ধে দুইজন নিহত পূর্ববর্তী

বন্দুকযুদ্ধে দুইজন নিহত

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ মালয়েশিয়ান যাত্রী আটক পরবর্তী

শাহজালালে সাড়ে ৫ কেজি সোনাসহ মালয়েশিয়ান যাত্রী আটক

কমেন্ট