ঝড়ে ঘরচাপা পড়ে মুক্তিযোদ্ধা নিহত

ঝড়ে ঘরচাপা পড়ে মুক্তিযোদ্ধা নিহত

বগুড়ার কাহালুতে কালবৈশাখী ঝড়ে ঘরচাপা পড়ে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা নজিবর রহমান নজির (৭০) নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) ভোররাতে ঘুমন্ত অবস্থায় নিজ বাড়িতে ঘর চাপা পড়ে তিনি মারা যান। নিহত নজিবর রহমান কাহালু উপজেলার কালাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহসভপতি ছিলেন। জানা গেছে, বুধবার ভোর রাত ৫টার দিকে দ্বিত্বীয় দফা কালবৈশাখী ঝড়ে নজিবর বরহমানে বাড়ির একটি মাটির দোতলা ঘর ধসে যায়। এতে তিনি চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় সেখানেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করেন। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম নজিবর রহমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সীমিত আকারে ফেরি চলছে শিমুলিয়া-কাঁঠালবাড়িতে পূর্ববর্তী

সীমিত আকারে ফেরি চলছে শিমুলিয়া-কাঁঠালবাড়িতে

ঘূর্ণিঝড়ে জয়পুরহাটে ৪০ গ্রাম লণ্ডভণ্ড, নিহত ৪ পরবর্তী

ঘূর্ণিঝড়ে জয়পুরহাটে ৪০ গ্রাম লণ্ডভণ্ড, নিহত ৪

কমেন্ট