টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

দেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে বোলিং করবে বাংলাদেশ।ফাইনালে নেই সাকিব শঙ্কা ছিল আগে থেকেই। শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো। ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। সবশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় পিঠে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন এই অলরাউন্ডার। টস টুর্নামেন্টে প্রথমবারের মতো টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক বেছে নিলেন আগে বোলিং। ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়। আবার শিরোপার হাতছানি বাংলাদেশ ফাইনাল জিততে পারে না- এ যেন এক অলিখিত নিয়ম হয়ে গেছে! দ্বিপক্ষীয় সিরিজের বাইরে বাংলাদেশ যে এখনো কোনো শিরোপা জিততে পারেনি। এর আগে ছয়টি ত্রিদেশীয় কিংবা বহুজাতিক আসরের ফাইনাল খেলেও খালি হাতে ফিরতে হয়েছে। আজ ত্রিদেশীয় সিরিজের আরেকটি ফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। প্রথম শিরোপা হাতছানি দিয়ে ডাকছে আবার। আগের ছয় ফাইনালের তিনটি ছিল এশিয়া কাপে, বাকি তিনটি ত্রিদেশীয় সিরিজে। যার মধ্যে চারটি ছিল ওয়ানডে ফরম্যাটে, দুটি টি-টোয়েন্টিতে। ছয় ফাইনালের তিনটিতে বাংলাদেশ হেরেছে শেষ বলে। আর সব ফাইনালেই বাংলাদেশের প্রতিপক্ষ ছিল এশিয়ার তিন দল ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার কেউ না কেউ। এবার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, যাদের ত্রিদেশীয় সিরিজে প্রথম পর্বে দুবারের দেখায় দুবারই স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচেও দাপুটে জয়ে অপরাজিত দল হিসেবে বাংলাদেশ উঠেছে ফাইনালে। এবার ফাইনালে ক্যারিবীয়দের আরেকবার হারিয়ে মাশরাফি-মুশফিকরা প্রথম শিরোপার অপেক্ষার অবসান ঘটাতে পারেন কি না, দেখার এখন সেটিই! পরিসংখ্যানে বাংলাদেশ-উইন্ডিজ দুই দল এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৬ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টি, ওয়েস্ট ইন্ডিজ ২১টি, বাকি দুই ম্যাচের ফল হয়নি। সবশেষ ছয় ম্যাচের হিসাব করলে বাংলাদেশ জিতেছে পাঁচটি।
টাইগারদের হাতে অধরা শিরোপা অবশেষে ধরা দিল পূর্ববর্তী

টাইগারদের হাতে অধরা শিরোপা অবশেষে ধরা দিল

বিশ্বকাপের কমেন্ট্রি বক্সে থাকছেন আতাহার পরবর্তী

বিশ্বকাপের কমেন্ট্রি বক্সে থাকছেন আতাহার

কমেন্ট