টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা বাংলাদেশের

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৫ রানে শাহিন শাহ আফ্রিদরি শিকার হয়ে 'ডাক' মেরে ফিরেন মোহাম্মদ নাঈম। এরপর উইকেটে তামিমের সঙ্গী হন দুই বছর পর দলে ফেরা মেহেদী। কিন্তু তার প্রত্যাবর্তন সুখের হয়নি। ১১ বলে ৯ রান করে মোহম্মদ হাসনাইনের শিকার হন। মেহেদি হাসানের পর উইকেটে আসেন লিটন দাস। টানা দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ বিপিএলে দুর্দান্ত খেলা এই তরুণ। ১৪ বলে ৮ রান করে শাদাব খানের বলে এলবিডাব্লিউ হয়ে যান। দলীয় ৪১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম টি-টোয়ন্টি ৫ উইকেটে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচে বাংলাদেশ দলে এসেছে একটি পরিবর্তন। মোহাম্মদ মিঠুনের জায়গায় সুযোগ পেয়েছেন অফ-স্পিনিং অল-রাউন্ডার মেহেদী হাসান। পাকিস্তান একাদশে কোনো পরিবর্তন আসেনি। সিরিজের দ্বিতীয় ম্যাচেও টসভাগ্য সহায় হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। টস জিতে আগের মতোই ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার ক্যাপ্টেন। আগের ম্যাচে ১০-১৫ রানের ঘাটতি ছিল বলে মনে করেন তিনি। পাশাপাশি বাজে ফিল্ডিং তো ছিলই। আজ পরিবর্তিত একাদশের মেহেদী ২০১৮ সালে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন। সর্বশেষ বিপিএলে ভালো করে ফিরেছেন জাতীয় দলে। বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মেহেদি হাসান, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন। পাকিস্তান একাদশ: বাবর আজম, এহসান আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।
খেলাধুলার মাধ্যমে আমরা যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী পূর্ববর্তী

খেলাধুলার মাধ্যমে আমরা যোগ্য নাগরিক গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে ইনজামামের বিস্ফোরক মন্তব্য পরবর্তী

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে ইনজামামের বিস্ফোরক মন্তব্য

কমেন্ট