টাঙ্গাইলের মির্জাপুরে এসেছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের মির্জাপুরে এসেছেন প্রধানমন্ত্রী

দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার (১৪ মার্চ) টাঙ্গাইলের মির্জাপুরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য উপস্থিত আছেন বলে জানা গেছে। বঙ্গবন্ধুর কন্যার আগমনেকে কেন্দ্র করে উৎসবের আমেজ বিরাজ করছে মির্জাপুরসহ সারা জেলায়। বর্নিল সাজে সাজানো হয়ে কুমুদিনী কমপ্লেক্সসহ পুরো মির্জাপুর উপজেলা। অনুষ্ঠানে চারজন বিশিষ্ঠ বরেণ্য ব্যক্তিকে দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান করা হবে। গণতন্ত্রের মানুষপুত্র হোসেন শহীদ সোহয়ার্দী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে মরনাত্তর পদক, অধ্যাপক রফিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহমেদকে স্বর্ণপদক প্রদান করা হবে। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধেরুয়া রেলওয়ে ওভারপাসসহ ১২টি প্রকল্পের উদ্বোধন ও ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপমহাদেশের প্রখ্যাত দানবীর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নারী শিক্ষা ও নারী জাগরণের অগ্রপথিক দানবীর রনদা প্রসাদ সাহা। তার জন্ম টাঙ্গাইলের মির্জাপুরে। আজীবন আর্ত মানবতার সেবায় কাজ করেছেন তিনি। টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠা করেছেন একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ দাতব্যচিকিৎসালয়। মহান মুক্তিযুদ্ধেও রয়েছে তার গুরুত্বপুর্ন ভুমিকা। মুক্তিযুদ্ধের সময় দেশীয় রাজাকারদের সহায়তায় পাকিস্থানী হানাদাররা তাকে অপহরন করে নির্মমভাবে হত্যা করে লাশ গুম করে। টাঙ্গাইলের মির্জাপুরে তার আগমনকে কেন্দ্র করে বর্নিল সাজে সজ্জিত করা হয়েছে কুমুদিনী কমপ্লেক্সসহ পুরো মির্জাপুর উপজেলা। কুমুদিনী হাসপাতালের মূল ভবনের দক্ষিণ পাশে নির্মাণ করা হয়েছে দানবীর রনদা প্রসাদ সাহার মুড়ালসহ বিভিন্ন স্থাপনা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমুদিনী কমপ্লেক্সের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসাহের আমেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহন করবেন দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক। তিনি কুমুদিনী হাসপাতাল, ভারতেশ্বরী হোমস, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড বিএসসি নার্সিং কলেজসহ কুমুদিনী কমপ্লেক্সের সেবাধর্মী বিভিন্ন ইউনিট পরিদর্শন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে জেলার বেশ কয়েকটি উন্নয়ন কর্মকান্ডেরও উদ্বোধন করবেন। জেলা আওয়ামী লীগও প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত।
৩১টি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী পূর্ববর্তী

৩১টি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

ছাত্র সংসদের সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নিতে হবে : নুর পরবর্তী

ছাত্র সংসদের সিদ্ধান্ত ছাত্রদের মতামতের ভিত্তিতে নিতে হবে : নুর

কমেন্ট