টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাসের চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। আজ শনিবার ভোর ৪টার দিকে কালিহাতীর হাতিয়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. মোশাররফ হোসেন। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মোশাররফ হোসেন মুসা এবং সুশাসনের জন্য নাগরিক-সুজনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল। ওসি মোশাররফ হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে মাইক্রোবাসটি কোনো একটি বাহনের পিছনে গিয়ে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ দুইজনের মৃত্যু হয়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই কবিরুল হক জানান, এ দুর্ঘটনায় নিহতদের দুজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে এবং আহত অবস্থায় ছয়জনকে টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠায়। সামনে থাকা গাড়িটি ঘটনার পরপরই চলে যাওয়ায় সেটি শনাক্ত করতে পারেনি পুলিশ।
রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ পূর্ববর্তী

রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সাড়ে ৪ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু পরবর্তী

সাড়ে ৪ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

কমেন্ট