টানা জয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

টানা জয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

লা লিগায় হতাশায় ডুবতে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে নিজেদের মেলে ধরেছে। টানা জয়ের ছন্দ ধরে রেখে শেষ ষোলোর টিকেট পেয়েছে রোনাল্ড কোম্যানের দল। গতকাল মঙ্গলবার ‘জি’ গ্রুপের ম্যাচে দিনামো কিয়েভকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলের পক্ষে জোড়া গোল করেছেন মার্টিন ব্রাথওয়েট। একবার করে জালের দেখা পেয়েছেন আন্তোইন গ্রিজম্যান ও সার্জিনো দেস্ত। লা লিগায় শেষ অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচটির দলে একাধিক পরিবর্তন এনে দল সাজান কোম্যান। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই মাঠে নামে বার্সা। ছিলেন না দলের সেরা ফরোয়ার্ড লিওনেল মেসি। অমন ম্যাচে খুব আগ্রাসী ফুটবল খেলেছে কাতালান ক্লাবটি। তবে প্রথমার্ধে সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। প্রথম গোল আসে বিরতির পর। ৫২ মিনিটে ডি-বক্সে পেদ্রির পাস পেয়ে ব্রাথওয়েট বল বাড়ান দেস্তকে। সুযোগ পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন দেস্ত। পাঁচ মিনিট পর জালের দেখা পান ব্রাথওয়েট। কর্নার থেকে মিনগেসার হেড দূরের পোস্টে পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। এরপর ৭০ মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৩-০ করেন ব্রাথওয়েট। শেষ গোলটি আসে যোগ করা সময়ে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাঁ-পায়ের দারুণ শটে জাল খুঁজে নেন গ্রিজম্যান। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই গ্রুপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে দিনামোর পয়েন্ট ১। দিনের আরেক ম্যাচে ফেরেন্সভারোসকে হারিয়েছে জুভেন্টাস। তাদেরও শেষ ষোলো নিশ্চিত হয়েছে। জুভেন্টাসের পয়েন্ট ৯, আর এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে ফেরেন্সভারোস।
চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের ঝুঁকিতে রিয়াল ও ইন্টার মিলান পূর্ববর্তী

চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের ঝুঁকিতে রিয়াল ও ইন্টার মিলান

বিশ্রামে মেসি, স্কোয়াডে নেই পরবর্তী

বিশ্রামে মেসি, স্কোয়াডে নেই

কমেন্ট