টিকটকের মালিক প্রতিষ্ঠানের মড়ার ওপর খাঁড়ার ঘা!

টিকটকের মালিক প্রতিষ্ঠানের মড়ার ওপর খাঁড়ার ঘা!

একেই বোধ হয় বলে মড়ার ওপর খাঁড়ার ঘা। এদিকে টিকটকের মার্কিন সংস্করণ বিক্রি করতে হলে অ্যাপটির মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সকে চাপ দিচ্ছে ট্রাম্প সরকার। এই অবস্থায় চীনা সরকারও জুড়ে দিল এক শর্ত। আর তা হলো টিকটকের মার্কিন সংস্করণ বিক্রি করতে হলে চীন সরকারেরও অনুমতি নিতে হবে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার নীতিমালায় পরিবর্তন আনা হয়। সেখানে বলা হয়েছে, চীনা প্রতিষ্ঠানের মালিকানা বিদেশিদের কাছে বিক্রি করতে হলে জাতীয় নিরাপত্তার স্বার্থে সরকারের অনুমতি নিতে হবে। চীনের নতুন এই আইনের ব্যাপারে এখনো মুখ খোলেননি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত যদি দুই সরকারই টিকটকের ব্যাপারে নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে হয়তো বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্র থেকে খালি হাতেই ফিরতে হতে পারে।
পাঁচটির বেশি ম্যাসেজ ফরোয়ার্ড করা যাবে না মেসেঞ্জারে পূর্ববর্তী

পাঁচটির বেশি ম্যাসেজ ফরোয়ার্ড করা যাবে না মেসেঞ্জারে

সরকারের নতুন সিদ্ধান্তে লাভবান শুধু ইন্টারনেট সেবাদাতারা পরবর্তী

সরকারের নতুন সিদ্ধান্তে লাভবান শুধু ইন্টারনেট সেবাদাতারা

কমেন্ট