টিকটকে আপত্তিকর ভিডিও, ৫ মিসরীয় নারীর ২ বছর করে জেল

টিকটকে আপত্তিকর ভিডিও, ৫ মিসরীয় নারীর ২ বছর করে জেল

সংক্ষিপ্ত ভিডিও শেয়ারের মোবাইল অ্যাপ টিকটকে আপত্তিকর ভিডিও পোস্ট করে কড়া শাস্তির মুখে পড়লেন পাঁচ নারী। মিসরের একটি আদালতে ওই নারীদের দুই বছরের কারাদণ্ড হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, সমাজের নৈতিকতা লঙ্ঘনের দায়ে তাদেরকে এই শাস্তি দিয়েছেন মিসরের বিচারক। হানিন হোসাম, মওদা আল-আধমসহ আরো তিন নারী ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে কিছু ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওর ভিত্তিতেই ওই পাঁচজনের বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। এর পাশাপাশি সবাইকে তিন লাখ মিসরীয় পাউন্ড জরিমানাও ধার্য করা হয়। অবশ্য এই রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করতে পারেন বলে জানিয়েছে সূত্র। বিচারক সম্প্রতি রায় দিলেও মামলা চলছিল বেশ কয়েক মাস ধরে। গত এপ্রিলে হানিন হোসামকে গ্রেপ্তার করা হয়। টিকটক অ্যাকাউন্টে ১৩ লাখ ফলোয়ারকে ৩ মিনিটের একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছিলেন, তাঁর অনুগামীরাও তাঁর সঙ্গে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। মেয়েদেরকে ভিডিও অ্যাপের মাধ্যমে ছেলেদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেন হানিন। এজন্য তিনি অর্থও নিতেন। পরে মে মাসে গ্রেপ্তার হন আল-আধম। ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট করার জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। টিকটকে তাঁর ফলোয়ার রয়েছে প্রায় ২০ লাখ। এই গ্রেপ্তারে মিসরে মানুষের সামাজিক স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব ব্যাপারে মিসরে নিয়মকানুন অত্যন্ত কড়া। জাতীয় সুরক্ষার জন্য হুমকিস্বরূপ বলে চিহ্নিত করে সেগুলোকে ব্লক করা ও পাঁচ হাজারের বেশি ফলোয়ার থাকলে সেই অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করার অনুমতিসহ ইন্টারনেটে নিয়ন্ত্রণের ব্যাপারে একাধিক আইন রয়েছে।
কিডনির ইনফেকশন দূর করার ঘরোয়া উপায় পূর্ববর্তী

কিডনির ইনফেকশন দূর করার ঘরোয়া উপায়

রাস্তার ধারে পেছন থেকে আসছিল শব্দ, তারপর চন্দ্রবোড়া... পরবর্তী

রাস্তার ধারে পেছন থেকে আসছিল শব্দ, তারপর চন্দ্রবোড়া...

কমেন্ট