টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ জেতার রেকর্ড গড়লেন রশিদ খানরা

টি-টোয়েন্টিতে টানা ১২ ম্যাচ জেতার রেকর্ড গড়লেন রশিদ খানরা

ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে বিরল এক রেকর্ডের পাতায় নাম লেখালেন রশিদ খানরা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম কোনো দল হিসেবে টানা ১২টি ম্যাচ জিতল আফগানিস্তান। এর আগে ২০১৬-১৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে টানা ১১টি ম্যাচ জিতেছিল আফগানিস্তান। সেবার তাদের ১১ জয়ের প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ, ওমান, আরব আমিরাত ও আয়ারল্যান্ড। এরপরে গত বছর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়েই টানা ১১টি জয় তুলে নিয়েছে আফগানিস্তান। গত বছর শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ দিয়ে শুরু করে আফগানরা। পরে দেরাদুনে বাংলাদেশকে ৩ ম্যাচ, আয়ারল্যান্ডকে ব্রিড ও দেরাদুনে মোট ৫ ম্যাচ এবং সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে আফগানিস্তান। উল্লেখ্য, গতকাল রবিবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে ১২তম ম্যাচ খেলতে নামে আফগানিস্তান। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে আফগানরা জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টানা জয়ের রেকর্ডসমূহ ১. আফগানিস্তান - ১২ ম্যাচ (২০১৬-১৯) ২.পাকিস্তান - ৯ ম্যাচ (২০১৮) ৩. ইংল্যান্ড - ৮ ম্যাচ (২০১০-১১) ৪. আয়ারল্যান্ড - ৮ ম্যাচ (২০১২)
১৯৭২ সালের পর ২০১৯ সালে পুনরায়.... পূর্ববর্তী

১৯৭২ সালের পর ২০১৯ সালে পুনরায়....

দলে আত্মবিশ্বাসের অভাবে হারছে বাংলাদেশ : সাকিব পরবর্তী

দলে আত্মবিশ্বাসের অভাবে হারছে বাংলাদেশ : সাকিব

কমেন্ট