টি-টোয়েন্টি থেকে অবসর চান বিধ্বংসী ওয়ার্নার

টি-টোয়েন্টি থেকে অবসর চান বিধ্বংসী ওয়ার্নার

সারা বিশ্বে টি-টোয়েন্টি ফরম্যাটের যে কয়জন মারমার কাটকাট বিজ্ঞাপন রয়েছে তাদের মধ্যে ডেভিড ওয়ার্নার অন্যতম। কিন্তু নিজের ক্রিকেটজীবন দীর্ঘায়িত করার জন্য টি টোয়েন্টি থেকে অবসরের কথা ভাবছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ওপেনার। অস্ট্রেলিয়া ক্রিকেটের সর্বোচ্চ সম্মান 'অ্যালান বোর্ডার পদকে' ভূষিত ওয়ার্নারের এই সিদ্ধান্ত ক্রিকেটপ্রেমীদের জন্য বড় ধাক্কা হওয়াটাই স্বাভাবিক। ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে বিধ্বংসী অজি ওপেনার বলেছেন, 'টি টোয়েন্টিতে আমরা পর পর দুই বার বিশ্বকাপ জিতেছি। এই ফরম্যাট থেকে আমি অবসর নিতে চাই। আগে অবশ্য ক্রীড়াসূচি দেখতে হবে। তিনটি ফরম্যাটে খেলে যাওয়া আমার পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমার তিন সন্তান। স্ত্রী ওদের দেখভাল করে। ক্রিকেটের জন্য আমার পক্ষে সব সময়ে ঘুরে বেড়ানো সম্ভব হয়ে উঠছে না। যদি একটা ফরম্যাট থেকে আমাকে সরে দাঁড়াতে হয়, তা হলে আমি টি টোয়েন্টি ছাড়ার কথাই ভাবব।' ক্যারিয়ার দীর্ঘায়িত করতে এর আগেও অনেক ক্রিকেটার টি টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন। সেই রাস্তায় এবার হাঁটতে চাইছেন ওয়ার্নারও। এই কারণেই ওয়ার্নার সরে দাঁড়িয়েছেন বিগ ব্যাশ থেকে। অথচ এই টুর্নামেন্টে প্রথমবার খেলছেন প্রোটিয়া হার্ডহিটার এবিডি ভিলিয়ার্স। সে যাই হোক, ওয়ার্নারের বক্তব্য, 'এবার আমি বিবিএল খেলছি না। পরবর্তী সিরিজের জন্য নিজের মন ও শরীরকে সতেজ রাখার জন্যই সরে দাঁড়িয়েছি বিগ ব্যাশ থেকে।'
বার্সায় ফিরতে হলে পার্টি নিষেধ নেইমারের জন্য! পূর্ববর্তী

বার্সায় ফিরতে হলে পার্টি নিষেধ নেইমারের জন্য!

ইনজুরিতে ৬ মাসের জন্য মাঠের বাইরে বার্সা তারকা দেম্বেলে পরবর্তী

ইনজুরিতে ৬ মাসের জন্য মাঠের বাইরে বার্সা তারকা দেম্বেলে

কমেন্ট