টেস্টে ভালো ফলাফলের প্রত্যাশায় মুশফিক

টেস্টে ভালো ফলাফলের প্রত্যাশায় মুশফিক

56 ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো কিছু না হলেও টেস্টে ভালো ফলাফল প্রত্যাশা করছেন টাইগার দলপতি মুশফিকুর রহিম। প্রথম টেস্ট ম্যাচ সামনে রেখে এমনটিই জানালেন তিনি। আগামীকাল শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন, দলের পেসরাদের মূল কাজ হবে লাইন-লেন্থ বজায় রেখে বল করে যাওয়া। ঠিক জায়গায় বল করে যেতে পারলে তা মোকাবেলা করা ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে। উইকেট নিতে হলে একটি ভালো বলই যথেষ্ট। তবে, বল করলেই যে উইকেট পড়বে এমনটি ভাবা ঠিক হবে না। বোলারদের পরিশ্রম করতে হবে। ঠিক তেমনই আমাদের ব্যাটসম্যানদেরও পরিশ্রম করতে হবে। টেস্ট ক্রিকেটের আসল মজাটা এখানেই। সবকিছু ঠিকঠাকভাবে করতে পারলে আশা করি ফলাফল আমাদের অনুকূলে আসবে। নিউজিল্যান্ড সফরে গিয়ে সিরিজের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েন মুশফিকুর রহিম। এরপর টানা পাঁচ ম্যাচ (দুইটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) খেলতে পারেননি তিনি। তবে, টেস্ট সিরিজে তিনি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন।
ইনিয়েস্তার দুঃখ প্রকাশ পূর্ববর্তী

ইনিয়েস্তার দুঃখ প্রকাশ

টিভিতে আজকের খেলা : ১১ জানুয়ারি, ২০১৭ পরবর্তী

টিভিতে আজকের খেলা : ১১ জানুয়ারি, ২০১৭

কমেন্ট