ট্রাম্পকে নির্বাচনের আগেই সহায়তার প্রস্তাব দিয়েছিল রাশিয়া

ট্রাম্পকে নির্বাচনের আগেই সহায়তার প্রস্তাব দিয়েছিল রাশিয়া

মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রভাব সম্পর্কে আরো তথ্য প্রকাশিত হচ্ছে। সম্প্রতি মার্কিন প্রসিকিউটররা শুক্রবার জানিয়েছেন, ২০১৫ সালের গোড়ার দিকে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় সহায়তার প্রস্তাব দিয়েছিল। রাশিয়ার এ সহায়তার বিষয়টি উঠে এসেছে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেনের তথ্যে। কোহেন তাদেরকে এই ঘটনা সম্পর্কে সম্পর্কিত’ ‘পর্যাপ্ত’ তথ্য দিয়ে তদন্তে সহায়তা করেছেন। কোহেনের দেওয়া তথ্যে জানা গেছে, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা শুরুর প্রায় পাঁচ মাস পর ২০১৫ সালের নভেম্বরের দিকে রাশিয়ান ফেডারেশনের একজন বিশ্বস্ত ব্যক্তি কোহেনের সঙ্গে কথা বলেন। তিনি এই নির্বাচনী প্রচারণায় সরকারি পর্যায় থেকে সহায়তার প্রস্তাব দেন। তবে এর পর সে প্রস্তাব গ্রহণ করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
আমিরাতি প্রেসিডেন্টের অর্ধেক উপদেষ্টাই হচ্ছেন নারী! পূর্ববর্তী

আমিরাতি প্রেসিডেন্টের অর্ধেক উপদেষ্টাই হচ্ছেন নারী!

ইশার বিয়েতে ভারতে হিলারি ক্লিনটন পরবর্তী

ইশার বিয়েতে ভারতে হিলারি ক্লিনটন

কমেন্ট