ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের দুজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের দুজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে গত দুদিনে মৃত্যু হয়েছে একই পরিবারের দুজনের। জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে এমন ঘটনা ঘটেছে। আর অস্বাভাবিক এমন মৃত্যুতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অসুস্থ হয়ে আরো ভর্তি রয়েছেন তিনজন। ঘটনার পর মৃত্যুর কারণ উদঘাটনে জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করলেও আতঙ্কে রয়েছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের বরাত দিয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল দুঃখ প্রকাশ করে জানান, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। পরদিন ২২ ফেব্রুয়ারি শনিবার রাতে বড় ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম (৪০) অসুস্থবোধ করলে পরিবারের লোকজন তাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। পরদিন রবিবার সকালে তিনিও মারা যান। এ ঘটনার পর নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার (১৪), নিহত পশিনা বেগমের শাশুড়ি হাজেরা খাতুন (৫৪) ও আলেয়া আক্তার (৩৫) সহ তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদেরকে রবিবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গত দুদিনে এই পরিবারের দুইজন মারা যাওয়ার ঘটনায় অন্যান্য সদস্যরা অসুস্থ হয়ে পড়ায় আতঙ্কে রয়েছেন স্বজনরা। এ ঘটনায় জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনার কারণ জানতে ওই গ্রাম পরিদর্শন করেন। সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে আতঙ্কে এমন ঘটনা ঘটতে পারে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনজন বর্তমানে ভাল আছেন। জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, আর যেন কেউ অসুস্থ না হয় সেজন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। ঘটনাস্থল সেনগাঁও গ্রামে কেউ যেন আতঙ্কিত না হয় সেজন্য বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনকে সে এলাকায় সচেতনতার জন্য প্রচারণা চালাতে বলা হয়েছে।
কক্সবাজারে তরুণীসহ ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতা পূর্ববর্তী

কক্সবাজারে তরুণীসহ ধরা পড়লেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

আবারো কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল পরবর্তী

আবারো কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

কমেন্ট