ঠিকাদারদের একটি কাজ শেষ না হলে আরেকটি কাজ না দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠিকাদারদের একটি কাজ শেষ না হলে আরেকটি কাজ না দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ কোন কোন ঠিকাদারি প্রতিষ্ঠান করছে, তার তালিকা তৈরি ও একটি কাজ শেষ না হলে আরেকটি কাজ না দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম। একনেক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান। এ ছাড়া করোনার টিকা দেশে এলে কী ব্যবস্থাপনায় তা বিতরণ ও দেওয়া হবে সে বিষয়ে এখনই পরিকল্পনা গ্রহণ করতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে সচিব জানান। একনেক সভায় ১০ হাজার ৭০২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে ১১৬ কোটি টাকা ব্যয়ে প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাষ চাষ সম্প্রসারণ প্রকল্পও রয়েছে। এই প্রকল্পের অধীনে প্রশিক্ষণের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে সঠিক ব্যক্তি নির্বাচনের পাশাপাশি ব্যক্তির সংখ্যা ও খরচ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান সচিব। সিনিয়র সচিব আসাদুল ইসলাম বলেন, ‘যারা ঠিকাদারি প্রতিষ্ঠান, একই প্রতিষ্ঠান অনেকগুলো কাজ পেয়ে থাকে, মুষ্টিমেয় সংখ্যক প্রতিষ্ঠান কাজ করে থাকে। তো এসব প্রতিষ্ঠান যারা কতগুলো কাজ পেয়েছে, কাজ সময়মতো শেষ করেছে কিনা, কোন সময়ে শেষ করেছে তার একটি তালিকা কনসার্ন সব মন্ত্রণালয় তৈরি করবে। এবং এটা প্রকাশ করতে হবে। এবং তারা কতগুলো কাজ করছে এবং কাজ শেষ করলেই পরের কাজ পাবে। এরকম একটা নির্দেশনা দিয়েছেন (প্রধানমন্ত্রী)।’ ‘উনি (প্রধানমন্ত্রী) আলোচনার ফাঁকে বলেছেন, আমাদের করোনা ভ্যাকসিন সংগ্রহ এবং সেটা দেওয়ার জন্য আমাদের খুব ভালো করে ব্যবস্থা নিতে হবে। ফলে আমরা যথাযথভাবে সেকেন্ড ওয়েভ মোকাবিলা করতে পারি।’ যোগ করেন পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব।
আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা পেছাতে পারে: শিক্ষামন্ত্রী পূর্ববর্তী

আগামী বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট পরবর্তী

মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট

কমেন্ট