বিগত অর্থবছরে ডাক বিভাগের রাজস্ব আয় ৩৭৪ কোটি টাকা

বিগত অর্থবছরে ডাক বিভাগের রাজস্ব আয় ৩৭৪ কোটি টাকা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, বিগত ২০১৬-২০১৭ অর্থবছরে ডাক বিভাগ থেকে সরকারের ৩৭৪ কোটি ২২ লাখ ৬১ হাজার ৪৩৩ টাকা রাজস্ব আয় হয়েছে। বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সারাদেশে ডাক বিভাগের ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিস রয়েছে। এর মধ্যে জেনারেল পোস্ট অফিস (জিপিও) চারটি, প্রধান ডাকঘর ৬৮টি, উপজেলা পোস্ট অফিস (ইউপিও) ৩৯৮টি, সাব-পোস্ট অফিস ১ হাজার ২৬৮টি, শাখা পোস্ট অফিস (বিও) ৮ হাজার ১৪৮টি। তিনি আরো বলেন, বর্তমানে এসব পোস্ট অফিসে বিভাগীয় ১৫৪ কর্মকর্তা, বিভাগীয় ১২ হাজার ৪০৪ জন কর্মচারি এবং অবিভাগীয় ২৩ হাজার ২১ জন কর্মচারি কর্মরত রয়েছেন।
বেলজিয়াম-নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্য প্রসারের আশা পূর্ববর্তী

বেলজিয়াম-নেদারল্যান্ডসের সঙ্গে বাণিজ্য প্রসারের আশা

পোল্ট্রি খাদ্যের চড়া দাম: ক্ষতিগ্রস্ত খামারি ও ব্যবসায়ীরা পরবর্তী

পোল্ট্রি খাদ্যের চড়া দাম: ক্ষতিগ্রস্ত খামারি ও ব্যবসায়ীরা

কমেন্ট