ডিএনসিসি উপ-নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ'লীগের

ডিএনসিসি উপ-নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আ'লীগের

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ২০১৮ যথাক্রমে শনি, রোব ও সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করার আহবান জানিয়েছে দলটি। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়ন প্রত্যাশীদের আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে। পরে আগামী ১৫ জানুয়ারি ২০১৮ সোমবার সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দিতে হবে। উল্লেখ্য, উপরোক্ত সময়ের মধ্যে নির্ধারিত ফি বাবদ নগদ পঁচিশ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।
আদালতে খালেদা জিয়া পূর্ববর্তী

আদালতে খালেদা জিয়া

২০ দলীয় জোটের প্রার্থী ঠিক করবেন খালেদা জিয়া পরবর্তী

২০ দলীয় জোটের প্রার্থী ঠিক করবেন খালেদা জিয়া

কমেন্ট