‘ডিপফেক’ ভিডিও: এবার একাট্টা ফেসবুক ও মাইক্রোসফট

‘ডিপফেক’ ভিডিও: এবার একাট্টা ফেসবুক ও মাইক্রোসফট

মানুষকে বোকা বানাতে বা নিজেকে আরো আকর্ষণীয় করতে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে ভিডিও তৈরি করেন অনেকে। শুধু তা-ই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে কোনো ব্যক্তির চেহারা ও আচরণ হুবহু নকল করেও ভিডিও করা হয়, যা খালি চোখে শনাক্ত করা সম্ভব হয়ে ওঠে না। সমস্যা সমাধানে ‘ডিপফেক’ ভিডিও শনাক্ত করার প্রযুক্তি উদ্ভাবনে একসঙ্গে কাজ করবে ফেসবুক ও মাইক্রোসফট। নিজেরা গবেষণার পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বিশেষজ্ঞদের কাছ থেকে ‘ডিপফেক’ ভিডিও শনাক্ত করার উপায় সম্পর্কে ধারণা পেতে প্রতিযোগিতারও আয়োজন করবে। এ জন্য প্রায় এক কোটি ডলার খরচও করবে তারা। এর আগে ভুয়া ছবি শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল উন্মুক্ত করে ফটোশপ। টুলটি কাজে লাগিয়ে ভবিষ্যতে ভুয়া ভিডিওও শনাক্ত করা যাবে বলে ধারণা করছে অ্যাডবি।
এক হাজার স্টার্টআপকে অর্থ সহায়তা দেবে সরকার : পলক পূর্ববর্তী

এক হাজার স্টার্টআপকে অর্থ সহায়তা দেবে সরকার : পলক

আবার শুরু হলো গ্যালাক্সি নোট টেন প্লাসের প্রি-অর্ডার পরবর্তী

আবার শুরু হলো গ্যালাক্সি নোট টেন প্লাসের প্রি-অর্ডার

কমেন্ট