ডুবে যাওয়া জাহাজের কয়লা অপসারণ শুরু

ডুবে যাওয়া জাহাজের কয়লা অপসারণ শুরু

সুন্দরবনের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া পয়েন্টে কয়লাবোঝাই জাহাজ ডুবে যাওয়ার এক সপ্তাহ পর কয়লা অপসারণ শুরু করেছে মালিক পক্ষ। শনিবার সকাল ১০টা থেকে মালিকপক্ষের নিয়োগকৃত স্থানীয় ডুবুরি প্রতিষ্ঠান ‘হোসেন স্যালভেজ’ কয়লা অপসারণ শুরু করেছে। হোসেন স্যালভেজের মালিক মো. সোহরাব হোসেন জানান, ভাটার সময় কয়লা অপসারণ শুরু হয়েছে। এ কাজে আমার প্রতিষ্ঠানের ১১ জন ডুবুরি এবং ২০ জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। আবহাওয়া ভালো থাকলে এক সপ্তাহের মধ্যে কয়লা অপসারণের কাজ শেষ হবে। এমভি বিলাসের ব্যবস্থাপক (অপারেশন) লালন হাওলাদার বলেন, জোয়ারের সময় জাহাজের ওপরে অনেক পানি থাকে। যার ফলে শুধু ভাটার সময় কাজ করতে হয়। এ কারণে একটু বেশি সময় লাগবে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিন কবির জানান, ডুবে যাওয়া জাহাজ এমভি বিলাসের কয়লা অপসারণ শুরু হয়েছে। গত ১৪ এপ্রিল ভোরে মংলা বন্দরের হারবাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বিলাস নামে একটি জাহাজ ডুবে যায়। তবে এ সময় জাহাজে থাকা নাবিকসহ ১০ জন কর্মকর্তা কর্মচারী সাতরে উপরে উঠতে সক্ষম হন।
“আমরা প্রজাতন্ত্রের কর্মচারী,আপনাদের পাশে আছি” পূর্ববর্তী

“আমরা প্রজাতন্ত্রের কর্মচারী,আপনাদের পাশে আছি”

প্রতিনিধি বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর পরবর্তী

প্রতিনিধি বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

কমেন্ট