ঢাকায় আর্জেন্টিনার ম্যাচ, যা বলছে বাফুফে

ঢাকায় আর্জেন্টিনার ম্যাচ, যা বলছে বাফুফে

গতকাল রাতে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ‘পোস্টার’ এর ছবি পোস্ট করে। যেখানে স্থানীয় ভাষায় লেখা রয়েছে আগামী ১৫ ও ১৮ নভেম্বর ঢাকায় তারা ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে। যেখানে নিষেধাজ্ঞা কাটিয়ে লিওনেল মেসিও খেলতে পারবেন। সকাল থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতেও শোভা পায় এই খবর। তাতে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা রীতিমতো নড়েচড়ে বসেছে। কিন্তু বাংলাদেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ বিষয়ে কতটুকু অবগত? বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ম্যাচের বিষয়ে আমরা অবগত। বিষয়টি নিয়ে আমরা কিছুটা কাজ করেছি। তবে বাফুফের পক্ষ থেকে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। কিছুটা সময় দিতে হবে। কয়েকটা ফ্যাক্টর ও কনসিডারেশন রয়েছে। যেগুলো নিয়ে আমাদের আর একটু কাজ করতে হবে।’ ম্যাচ দুটির আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে একটি এজেন্সির হয়ে কাজটি করছে ফেডারেশন। কয়েকটি বিষয় নিয়ে এজেন্সির সঙ্গে বাফুফের দেন-দরবার চলছে। সেগুলোতে ঐক্যমতে পৌঁছাতে পারলেই ম্যাচ দুটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবে। যেসব বিষয়ে এখনো একমত হতে পারেনি বাফুফে সে বিষয়ে সোহাগ বলেছেন, ‘আর্থিক বিষয়, স্পন্সরশিপের বিষয় ও নিরাপত্তার বিষয়। নিরাপত্তা একটা বড় বিষয় এবং অবশ্যই সেটা আমরা করতে পারব। আর এসব বিষয় নিয়ে ঐক্যমতে না পৌঁছানো পর্যন্ত বাফুফের পক্ষ থেকে এ বিষয় নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না। আর একটু কাজ করে তারপর আমরা এ বিষয়ে মন্তব্য করব।’ ম্যাচ দুটি হওয়ার সম্ভাবনা কতটুকু? ‘আমরা আশাবাদী। তবে হবে কি হবে না সে বিষয়ে কিছুই বলব না। হওয়া না হওয়ার সম্ভাবনা ফিফটি, ফিফটি’- সোহাগ বলেন।
বিশাল বহর নিয়ে ঢাকায় কাতার ফুটবল দল পূর্ববর্তী

বিশাল বহর নিয়ে ঢাকায় কাতার ফুটবল দল

৮৫৫ কোটি টাকা পেলেন মেসি-সুয়ারেজরা পরবর্তী

৮৫৫ কোটি টাকা পেলেন মেসি-সুয়ারেজরা

কমেন্ট