ঢাকায় ব্যাংক খোলা থাকার সময়সীমা বাড়ল

ঢাকায় ব্যাংক খোলা থাকার সময়সীমা বাড়ল

পশু ব্যবসায়ীদের ব্যাংকিং লেনদেনের সুবিধার কথা বিবেচনায় রেখে মঙ্গলবার (২৮ জুলাই) থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পশুর হাটসংলগ্ন ব্যাংকের শাখাগুলো রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এই শাখাগুলোকে বিশেষ ব্যবস্থায় বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যক্রম চালু রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ঈদের আগের দিন শুক্রবার হাটসংলগ্ন ব্যাংকের শাখা খোলা রাখতে বলা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করার পরামর্শও দেয়া হয়েছে। সোমবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় পরিচালিত পশুর হাটগুলোতে বহু ব্যবসায়ীর সমাগম ঘটে এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন হয়ে থাকে। ফলে হাটগুলোতে আর্থিক লেনদেনের নিরাপত্তার বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
পল্লবী থানায় বিস্ফোরণে পুলিশ সদস্য সহ আহত ৫ পূর্ববর্তী

পল্লবী থানায় বিস্ফোরণে পুলিশ সদস্য সহ আহত ৫

হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ: মারা গেলেন ডা. রাজিব পরবর্তী

হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ: মারা গেলেন ডা. রাজিব

কমেন্ট