ঢাকা উত্তর-দক্ষিণে ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেওয়া হয়েছে : সেতুমন্ত্রী

ঢাকা উত্তর-দক্ষিণে ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেওয়া হয়েছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নাগরিকদের সুবিধার্থে মোট ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে পরিবেশ দূষণ রোধে সড়কের পাশে অবৈধ দখল উচ্ছেদ করে ঢাকায় ‘সিটি ফরেস্ট’ নির্মাণ করা হবে। আজ রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র বোর্ড সভা শেষ তিনি এসব কথা জানান। কাদের বলেন, ডিটিসির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে কারিগরি দক্ষতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড করার সিদ্ধান্ত হয়েছে। ইনার রিংরোড বাস্তবায়নের ক্ষেত্রে জলাধার সংরক্ষণ করতে হবে। নারায়ণগঞ্জের আদমজী পর্যন্ত যে লেগ রয়েছে সেটা ভরাট করা যাবে না। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীরও একটা নির্দেশনা রয়েছে। সেতুমন্ত্রী বলেন, ঢাকা মহানগর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বিকল্প ব্যবস্থা করে ক্রমন্বয়ে সরিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, মহানগরে যে সমস্ত এলাকায় ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, নন-মোটরাইজড যানবাহন যানজট সৃষ্টি করছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশ ও বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ সময় ঢাকা মহানগর উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি উপস্থিত ছিলেন।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে পানি ছিটাচ্ছে ১৯ গাড়ি পূর্ববর্তী

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পানি ছিটাচ্ছে ১৯ গাড়ি

চুয়াডাঙ্গায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ পরবর্তী

চুয়াডাঙ্গায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

কমেন্ট