ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা

ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষকে বাড়াবাড়ি না করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এসময় ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদও উপস্থিত ছিলেন। এর আগে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হন। আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পাঁচ শিক্ষার্থী হলো- তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত। তারা সবাই একাদশ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। সংঘর্ষের পর ঢাকা কলেজের অধ্যক্ষ নেহাল আহমেদ বলেন, ‘কলেজ ছুটি হওয়ার পর ছাত্ররা বাসায় ফিরছিল। তখন সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।’
নাটোরে লালপুরে চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব পূর্ববর্তী

নাটোরে লালপুরে চকনাজিরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব

আবাসিক হলে ছাত্রকে আটকে নির্যাতন পরবর্তী

আবাসিক হলে ছাত্রকে আটকে নির্যাতন

কমেন্ট