ঢাকা ত্যাগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকা ত্যাগ করলেন ভুটানের প্রধানমন্ত্রী

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে নিজ দেশের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানযোগে ঢাকা ত্যাগ করেন লোটে শেরিং। তাঁকে বিদায় জানাতে এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চার দিনের রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন লোটে শেরিং। এর মাঝে বাংলাদেশ ও ভুটানের মাঝে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) প্রাক্তন শিক্ষার্থী ডাক্তার লোটে মমেকের একটি অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে বাংলায় বক্তব্য দিয়ে সবাইকে চমকে দেন তিনি। গত শুক্রবার চার দিনের সফরে বাংলাদেশে আসেন ভুটানের প্রধানমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই পূর্ববর্তী

কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা নেই

সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে মামলা পরবর্তী

সোনাগাজীর সেই ওসির বিরুদ্ধে মামলা

কমেন্ট