ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ দুটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ দুটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জয়ী

আওয়ামী লীগের হাতেই থাকল ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসন। দুটি আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। যদিও তাঁদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির দুই প্রার্থী এই নির্বাচনে জালিয়াতি, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন এবং পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। দুটি আসনের মধ্যে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৭৫ হাজার ৮২০ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৩৬৯ ভোট। আজ বৃহস্পতিবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পান ৩২৫ ভোট। গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ মাছ প্রতীক নিয়ে পান ১২৬ ভোট। বাংলাদেশ কংগ্রেসের মো. ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে পেয়েছেন ৯১ ভোট। আর প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. মহিববুল্লা বাহার বাঘ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল পাঁচ লাখ ৭৭ হাজার ১১৬ জন। ২১৭টি কেন্দ্রে ভোট দিয়েছেন ৮১ হাজার ৮১৮ জন। সব ভোটই বৈধ হয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। নির্বাচনে ১৪ দশমিক ১৮ শতাংশ ভোট পড়ে। এই দুই উপনির্বাচনে সকালবেলায় ভোটার উপস্থিতি বেশ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি কিছুটা বাড়ে। তবে তা তুলনামূলকভাবে কমই ছিল। উপনির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম দেখা গেছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন সকালে ভোট দেওয়ার পর অভিযোগ করে বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রার্থীর লোকজন প্রতিটি কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। এ ভোট সুষ্ঠু হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।’ যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মোহাম্মদ হাবিব হাসান। তিনি উল্টো অভিযোগ করে বলেছেন, ‘নির্বাচন এলেই বিএনপি এ ধরনের অভিযোগ করে। এখানে সুষ্ঠু ভোট হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।’
বাসে আগুনের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১৩ জন পূর্ববর্তী

বাসে আগুনের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১৩ জন

করোনা নিয়ে টিআইবি’র প্রতিবেদনটি গবেষণাধর্মী নয় রাজনৈতিক প্রতিবেদন: সেতুমন্ত্রী পরবর্তী

করোনা নিয়ে টিআইবি’র প্রতিবেদনটি গবেষণাধর্মী নয় রাজনৈতিক প্রতিবেদন: সেতুমন্ত্রী

কমেন্ট