ঢাবির সান্ধ্যকালীন কোর্সের ভর্তি কার্যক্রম স্থগিত

ঢাবির সান্ধ্যকালীন কোর্সের ভর্তি কার্যক্রম স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সান্ধ্যকালীন কোর্সের নতুন শিক্ষার্থী ভর্তির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপাচার্যের লাউঞ্জে একাডেমিক কমিটির সভা শেষে এ সব তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। উপাচার্য বলেন, সান্ধ্য কোর্স পরিচালনার সময়োপযোগী নীতিমালা করতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কমিটিতে আরও রয়েছেন, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, ১৩টি অনুষদের ডিন ও দুটি ইনস্টিটিউটের (আইবিএ এবং শিক্ষা ও গবেষণা) পরিচালক। কমিটিকে আগামী ৫ সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী নীতিমালা চূড়ান্ত করে কোনটা থাকবে আর কোনটা থাকবে না সেটা আমরা ঠিক করবো। একাডেমিক কমিটির সভায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন। সান্ধ্যকোর্সের পক্ষে ছিলেন ৬০ জন, যাদের বেশিরভাগই ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষক।
প্রাথমিক সমাপনী বৃত্তির ফল প্রকাশ পূর্ববর্তী

প্রাথমিক সমাপনী বৃত্তির ফল প্রকাশ

প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিল এসএসসি পরীক্ষার্থীরা পরবর্তী

প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিল এসএসসি পরীক্ষার্থীরা

কমেন্ট