তরুণরাই পারে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে: প্রধানমন্ত্রী

তরুণরাই পারে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের একটি সিদ্ধান্তই বাংলাদেশকে বিশ্বের কাছে অন্য মর্যাদায় নিয়ে গেছে। এই মর্যাদা ধরে রাখতে হবে তরুণদের। তরুণরাই পারে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে। তরুণদের সঙ্গে মুখোমুখি অনুষ্ঠান লেটস টক-এ প্রধানমন্ত্রী এ কথা বলেন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের কাছে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি মুখোমুখি অনুষ্ঠানে কোনো প্রধানমন্ত্রী। সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন-সিআরআই এর আয়োজনে সারাদেশ থেকে ১৫০ জন তরুণ অংশ নেন এ অনুষ্ঠানে। ধারণকৃত লেটস টক অনুষ্ঠানটি প্রচারিত হয় বিভিন্ন টেলিভিশনে। তরুণ প্রজন্মের বিভিন্ন প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু কন্যা কৈশোর, তারুণ্য, শিক্ষাজীবন, আন্দোলনে যোগদান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পিতা-মাতাসহ পরিবারের সকলকে হারানোর পর পলাতক জীবন আর নিজের পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত স্মৃতিচারণ করেন। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরে তরুণ প্রজম্মের পরামর্শ গ্রহণ করেন তিনি। তরুণরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ চায় তা নিয়ে নীতি নির্ধারকদের সঙ্গে যেন তারা আলোচনা করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সিআরআই।
ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা পূর্ববর্তী

ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা

২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন পরবর্তী

২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন

কমেন্ট