তারেক রহমান: ২ মামলায় সাজাপ্রাপ্ত, বিচারাধীন ৪

তারেক রহমান: ২ মামলায় সাজাপ্রাপ্ত, বিচারাধীন ৪

যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ৪টি মামলা বিচারাধীন আছে। বিচারাধীন চার মামলা ছাড়া অন্য দু'টি মামলায় তার সাজা হয়েছে। এছাড়াও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও মানহানির অভিযোগে ঢাকার বাইরে কয়েক ডজন মামলা রয়েছে। জরুরি অবস্থা চলাকালে ২০০৮ সালে কারাবন্দি তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য প্যারোলে মুক্ত হয়ে যুক্তরাজ্যে যান। ২০১২ সালে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। পরের বছর যুক্তরাজ্য সরকার তার আবেদন গ্রহণ করে। যুক্তরাজ্যে থাকা অবস্থায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছর ও মুদ্রা পাচার মামলায় তারেকের ৭ বছরের কারাদণ্ড হয়। আর বিচারধীন মামলাগুলোর মধ্যে অন্যতম হলো ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলা। এই মামলায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রপক্ষ বলছে মামলাটির বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল বরাবরের মতোই দাবি করছেন তারেকের বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের দায়ে ২০০৭ সালে দায়ের করা একটি মামলা এবং সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষের মামলাও বিচারাধীন রয়েছে তারেক রহমানের বিরুদ্ধে।
বিদেশী শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না: ওবায়দুল কাদের পূর্ববর্তী

বিদেশী শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না: ওবায়দুল কাদের

বিএনপির মানববন্ধন শুরু পরবর্তী

বিএনপির মানববন্ধন শুরু

কমেন্ট