তিতলি মোকাবেলায় উপকূলীয় ১৯ জেলায় সব ধরনের প্রস্ততি

তিতলি মোকাবেলায় উপকূলীয় ১৯ জেলায় সব ধরনের প্রস্ততি

ঘূর্ণিঝড় তিতলি মোকাবেলায় উপকূলীয় ১৯ জেলায় সব ধরনের প্রস্ততি নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, গত দু’দিন থেকে উপকূলীয় এলাকার সব কটি জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৫ হাজার মেট্রিক টন চালসহ পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুদ আছে। তিনি বলেন, সেনাবাহিনী-নৌ বাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, আনসার-ভিডিপি সদস্যরা ছাড়াও ৫৬ হাজার ভলান্টিয়ার প্রস্তুত রাখা হয়েছে। ঘুর্ণিঝড়ের প্রভাব কেটে না যাওয়া পর্যন্ত ওই সব এলাকার সকল সরকারি ছুটি বাতিল করা হয়েছে।ঘূর্ণিঝড় তিতলি এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খুব শিগগিরই ২৫ হাজার রোহিঙ্গাকে ভাসান চরে সরিয়ে নেয়ার সকল প্রস্তুতি শেষ করা হয়েছে।
মানব সম্পদ উন্নয়নে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ পূর্ববর্তী

মানব সম্পদ উন্নয়নে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশে ব্যবহার করা ৪১ ভাগ পানিতে ই-কোলাই ব্যাক্টেরিয়া: বিশ্বব্যাংক পরবর্তী

বাংলাদেশে ব্যবহার করা ৪১ ভাগ পানিতে ই-কোলাই ব্যাক্টেরিয়া: বিশ্বব্যাংক

কমেন্ট