তিনটি রৌপ্য পদক জিতলেন মাবিয়া

তিনটি রৌপ্য পদক জিতলেন মাবিয়া

মিশরে আন্তর্জাতিক ইসলামী সংহতি ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে তিনটি রৌপ্য পদক পেয়েছেন বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। মঙ্গলবার কায়রোয় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজিক ছিল ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) । মাবিয়া স্ন্যাচে রেকর্ড গড়ার পাশাপাশি এ প্রতিযোগিতায় ক্লিন অ্যান্ড জার্ক ক্যাটাগরিতে ভারোত্তলন করেছেন ১০০ কেজি। মাবিয়া বলেন, আমি আমার জীবনে স্ন্যাচে সর্বোচ্চ ৮০ কেজি ভারোত্তলন করেছি। মাদারীপুরের মেয়ে মাবিয়া ২০১৬ সালে ভারতের গৌহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান গেমসে ৬৩ কেজি শ্রেণিতে সর্বোচ্চ ১৪৯ কেজি ভারোত্তলন করে স্বর্ণপদক জিতেছিলেন। তার আগে ২০১৫ সালে পুনেতে অনুষ্ঠিত কমনওয়েলথ ভারোত্তলন চ্যাম্পিয়নশিপে যুব সেকশনে ৬৩ কেজি শ্রেণীতে সর্বোচ্চ ভারোত্তলন করে একই পদক অর্জন করেন।
ঘরের মাঠে ঐতিহাসিক ভরাডুবির মুখে রিয়াল মাদ্রিদ পূর্ববর্তী

ঘরের মাঠে ঐতিহাসিক ভরাডুবির মুখে রিয়াল মাদ্রিদ

এবারের আইপিএলে সর্বোচ্চ বেস প্রাইস পাচ্ছেন যারা পরবর্তী

এবারের আইপিএলে সর্বোচ্চ বেস প্রাইস পাচ্ছেন যারা

কমেন্ট